ইন্দ্রনীল ঘোষের কবিতা
ঘড়ি
আলো উলটে গড়িয়ে গেছে জন্ম...
লা-ইলাহী গির্জায়, উৎসবের ঘণ্টা বাজছে – বোবা
একদল শিশু জন্মের ক্ষেত মেখে নাচছে – বোবা
পৃথিবীর শব্দগুলো, বৃষ্টির ওই দিকে, কোনোদিন ছিলো
আজ লোকটা, আলোটুকু উলটে দিয়ে
শব্দহীন
ঘুমিয়ে পড়েছে
ভেলকি
শীত করছে।
গায়ে একটা সুইচ-অফ বাড়ি
সামনে পাহাড়
যে পাহাড়ে আলো খুঁজে
খুন
হলে তুমি
সারা গায়ে পিস্তলের শব্দগুলো আঁটা
আমাকে রঙিন লাগছে?
আমাকে ভেলকি লাগছে না-তো?
আঁকা
ধারাবাহিকের মতো ছুটে গেল
লহমার
রোদ –
যেন এই মাঠ পেরিয়ে
যেন সব মাঠ পেরিয়ে
নাভিকে আমি ঠকিয়েছি, জন্ম দেবো ব’লে
ভিতরে আসার পথে, তুমি হাসছো
হাসিতে স্বাদ লাগছে পৃথিবীর
ক্ষমা চাইতে গিয়ে একটা গাছ এঁকে ফেললাম
তাবৎ মিথ্যে গাছ, সবুজ রঙে শান্ত হয়
শান্তির তাপমাত্রা বাড়ে...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন