তুষ্টি ভট্টাচার্য
এই কাব্যের পাত্র-পাত্রী দুই মটর গাছ
আদম মটর গাছের XY ও ইভ মটর গাছের XX
অযৌন সংসর্গে মিলিয়েছেন নিপুণ হাতে
তাঁর দক্ষতার ওপর আমাদের আস্থা আছে
তাঁর ইচ্ছেয় তৈরি হল একগুচ্ছ XX ও XY
দ্বিতীয় পর্বে –
মেন্ডেল দৈর্ঘের মাপ নিলেন T ও t র হিসেবে
দেখা গেল মিশ্র প্রজাতি Tt বৃদ্ধি পাচ্ছে দ্রুত
শুদ্ধ মটর গাছের জিনের খুব প্রয়োজন এখন
দ্রুত হাতে তিনি মিশ্রণের সংখ্যা বাড়িয়ে চললেন
বেশ কিছু Tt র সাথে বিশুদ্ধতা এলো অবশেষে
আকৃতিতে TT বহন করেছে দৈত্যাকৃতি জিন
tt বামন রূপে চাঁদ ছুঁতে চাইছে
তিনি খাঁটি ও বিশুদ্ধ মটর গাছ দিয়ে গেছেন
মিশ্রিত প্রজাতিদের স্থান নির্দিষ্ট করা হল
সফল এক্সপেরিমেন্টের মধ্যবর্তী পর্যায়ে ।
ভাবনার নতুনত্ব চমকে দিলো । খুব ভালো ।
উত্তরমুছুন