নিছক
আবারও- ১২
কী
ই বা দিতে অপারগ
কোন বেদানার দানা
কেমন আতস
কোথায় একটু শুয়ে থাকা
ভোর ভোর
আমাকে দেদার দেওয়া
ফিরিয়ে দিতে চাওয়ায়
তুমি নিম
রাজি বুঝি
বুঝি দুনিতে তোলা জল
চোখের অপেক্ষায়
আর কারচুপিতে ভরা বিকেল
মাথার চুলে কলপ হয়ে যায়
দানায় দুনিয়াদার, তুমি
নাও
আতসে সুবাস, নাও
শুয়ে থাকা, সেও
আমি বেলুনের হাওয়ার
সঙ্গে
এই বেরিয়ে যাচ্ছি
শোক ফেলে ফেলে,
জটায়ুবৎ...
নিছক
আবারও—১৪
নিশাজলে
ভেজা জটিল লতানো
আমি
বিছিয়ে দিলাম
শুকনো
শুধুই কোল-বালিশের তুলো
মাথায়
নিলাম
এবার
প্যারেড, চলো
পায়ে
পরিচিত ধুলো অনেক অনেক হল
এবার
পক্ষীশাবকের কিচিরে মিচিরে
মিলিয়ে
দেওয়া বিন্দাস বেহাগ
সুরে
খুলে খুলে পড়ছে আঁধার
আমি
তার কতক সরলে জটিলে মিশিয়ে
তোমাকে
আবার
আবার
তোমাকে, বললাম, চলো যাই
চলো
হাঁটি ঐ পিছলে
তুমি
আলো-স্বপ্ন হলে
মাঘের
নীয়রে...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন