ধর্ম অতি পবিত্র ভাবনা। কিন্তু ধর্মের কাণ্ডারিরা যখন অধার্মিকের মতো কাজ করেন এবং সাধারণ ধার্মিক মানুষকে নষ্ট করেন তখন সৃষ্টি হয় উৎপল বন্দোপাধ্যায়ের "রিলিজিয়াস !!!" শিরোনামে প্রতিবাদী শিল্পকর্ম। অ্যাক্রিলিকে আঁকা এই ছবিটিতে আমরা দেখি চিত্রপটের ঠিক মাঝখানে একটি হাঁড়িকাঠ। তার ঠিক উপরে পরম ধার্মিক পুরোহিত, যিনি তার লোভের গাঢ় ছায়াটি লুকোতে পারছেন না কিছুতেই। জ্যোতিষ সংক্রান্ত আংটি এবং অন্ধবিশ্বাসের ডালপালা ঘুরতে দেখা যায় চারপাশে। দূরে স্বল্পালোকে কয়েকজন ধর্মভীরু মানুষ জড়সড় উপস্থিতি সেই ভাবনাকে আরো জোরদার করে। উপস্থাপনের মুনশিয়ানায় ছবিটি দর্শকদের প্রভাবিত করবেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন