পশুদের দূর্ভাগ্য নিয়ে সৃষ্টি হয়েছে গৌরব রায়ের "ওয়ার মেমরিয়াল -২", মাধ্যম জলরং। দৈনন্দিন প্রয়োজন/অপ্রয়োজন বা দেবতায় উৎসর্গিত পশু ... বলির নামে যা প্রকারন্তে হত্যাই বটে। পাহাড় নিবাসী শিল্পীর দিনলিপিতে আমরা দেখি সেই টালমাটাল অস্থির পর্বত/ত্রিভুজ রক্তে রাঙা। নদী বা রাস্তাও যেন তাদের স্বাভাবিক রঙ হারিয়ে ফেলেছে এখানে। নৃশংসতা, বলা যেতে পারে বাৎসায়ন কথিত বীভৎস রসই এই ছবির মূল উপাদান। অনুভব করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন