মৃত্যুর পর বছর ঘুরে গেলেও গণেশ পাইনের কোনো একক প্রদর্শনী প্রত্যক্ষ করে নি বাংলার সুধীসমাজ, এতটাই দূর্ভাগা আমরা। অনামা এই ছবিটি দিল্লীতে অবস্থিত "আকার-প্রকার" গ্যালারীতে সাম্প্রতিক দেখানো হয়েছিল। কালি-কলমে আঁকা ছবিটি শিরোনামহীন, শিল্পীর আত্মপ্রতিকৃতিও বলা চলে। মিরর-ইমেজের মত উপস্থাপিত হয়েছে রচনাটি। ছবির বামদিকে শিল্পী স্বয়ং। ডানদিকে প্রেমিকা। তাদের গাঢ় সান্নিধ্যের মধ্যে ঝরে পড়ছে দুটি ফুল। ছবিটিকে অন্যভাবেও দেখা যায়। ফুলের চলনকে অনুসরণ করলে ছবিটিতে উপস্থিত হয় ফ্রয়েড কথিত নার্সিজম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন