শিল্পীর 'সিগনেচার স্টাইল' দেখতে অভ্যস্ত আমরা। যখন সেই শৈল্পিক স্পর্শ আমরা না পাই, অনেকেই ধরে নি তাঁর সৃষ্টিকর্ম অসম্পূর্ণ। কিন্তু শৈল্পিক স্পর্শ তো অন্য অনুভূতি। শিল্পী গণেশ পাইনের টেম্পারার আঁকা এই অনামা কাজটি দেখুন, সমালোচক কথিত বৌদ্ধিক জটিলতাবিহীন এক সরল উপস্থাপনা। নিসর্গসমৃদ্ধ একফালি জমিতে এক ছাগলের বিচরণ। ছবির রঙও শিল্পীর পরিচিত প্যালেট বহির্ভূত। তথ্যের কারণে জানাই এই ধরণের কাজ শিল্পী খুব বেশি করেন নি, সুতরাং প্রাণভরে মজাটা নিন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন