পূব
দেশ থেকে,৭৫,মুহূর্ত
১.
কবিতার অনুভব কিছুদিন হল নেই বলে মনে হয়
কখনো সম্মোহন আসে-
দেখি,স্বরের পরিবর্তনে একখানি
গোটা গীতবিতান
নতুন জিভের মত হয়ে ওঠে
২.
অনাড়ম্বর..মনে রেখো,
বিলাসীতাই যাবতীয় ক্লেদ বয়ে আনে-
৩.
লর্ডসের মাঠে পাশ ফিরে শুয়ে আছি!
সঙ্গে সুশীলা..আর কেউ নেই
একেকটা ভঙ্গীতে সারারাত
আলো জ্বালিয়ে
আর নিভিয়েও দেখেছি
রেখাগুলি সমানুপাতিক হয়ে ওঠে কি না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন