শিকারউক্তি
১
আমি তো আত্মহত্যাই করতে চেয়েছি
মাছরাঙা বিকেল কিংবা তৈলাক্ত রাত
যতবার ইচ্ছে ব্যস্ত থাকছে ঋণটোন
টেনে হিঁচড়ে লম্বা হয়ে যাচ্ছে ধৈবত
জাহান্নাম এই চরিত্র বুজরুকি
জ্ঞাতসারে পুড়ে ছারখার বেজন্ম
হারানো বিনিয়োগ হোক আর আব্বুলিশ
গোপন চিঠি ঠিকঠাক খুলছে বিশ্বাস
আরে বাবা ইয়ার্কি শুনতে পায়নি টেলিফোন
ঘেন্না হেলিপ্যাডে পালানো উস্কানি
এক রায়ে নাকচ আখ্যান, মিথ
কি করে মরি নিজের ছায়াকে না মেরে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন