।
এ কী ’৪৭
।
শব্দ। শব্দের উল্টো-সিধে বীজগুলো গুনছি। শুনছি
করছে গর্জন। ঘোষনার
লাইন পেরিয়ে
কথা। পাহাড় ছেঁড়া ব্-ব্-বন্দুকের
নৌকো... তিন রঙে চার রঙে
কাশ্মিরী লরি হতে চাইছে
।
দেবতার। পলকাটা চোখ। পাঞ্জাবে
রাখছেন বলে
প্রিয়ার চোখ
ওঁর রঙে স্টোয়িক। হচ্ছে
না
।
ঘুম তাড়িয়ে গান। হয়ে উঠছে। প্রথম ঠোঙা... দ্বিতীয়
ঠোঙা...
।
অরুণাচল প্রদেশ। মৃদু উচ্চারিত হচ্ছে। স্বদেশ থেকে
দ্রাম !!!!!!
ছেঁড়া হচ্ছে স্ব। ভদ্র দেশ
উহ্ করছে না
।
কাটা হচ্ছে। ব্যথা-ইঞ্চি
সীসা হচ্ছে না
।
সত্যিকার
গণতন্ত্র। আত্মমর্যাদা
ওই
আমরা অনেক
বয়স চাইছি। পাখনার। পুরোনো দিনের
তেমন
সম্পাতি পাখি
।
হায় হায় সম্পাতি পাখি! পালাচ্ছেন লিখছেন পালাচ্ছেন লিখছেন পালাচ্ছেন লিখছেন
পালাচ্ছেন
লিখছেন পালাচ্ছেন লিখছেন পালাচ্ছেন লি... ৎ
ওই
আপেল খুলে ফেলছে
গরিব ১ গাঁ। তেলচিটে
রঙ। তার
টান
।
আয়ুর মধ্যে। ফল! আপেএল! হাইজ্যাকড্
রঙ হচ্ছে। নিউটন
ছাঁকছেন
সোনা। বুককাঁপন
।
সে জন... থুড়ি... সেজান
মাধ্যাকর্ষণে
চাপাচ্ছেন পল। অনুপল। সিঁড়িরং-এ
মৃত্যুভয়। জনতার পারদ
।
তেমন। নয়।
যেমন নয়
।
আপাদমস্তক
সুশীল বাড়িটা। নিউটাউন। ২য়ার
৩য়ার
৪র্থীর
শিভ্যালরি। আপেল। থেকে
ছিটকে যাওয়া ৩২ দাঁতের রক্তে
হিম ও গ্লোবিন
বিজয়া ১০মীর বুকে
খুব বেশি পড়িতেছে
।
বয়সের মতো
নয়। পাখনার... কালসিটে। বটগাছের তলায়
বন
ফুলের মতো নয়। এই
যেমন
গন্ধের পরেই
আসছে ১
পাল। দামাল। রাস্তায়
পড়ে যাচ্ছে
১লা বালিকা। রক্ষা
করলেই
বৃষ্টি। রোদ। বল্লাল
লক্ষণ। নাইটহুড
পাচ্ছে না। কেউ।
উঠে দাঁড়াচ্ছে না
সপাট চড় খেয়ে
।
সুমতি
ও
রাম
।
।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
খুব ভাল লেখা অনুপম
উত্তরমুছুনচুমু উড়ল অতনুদা :)
মুছুনArehh...ki korecho..!!! daruun daruuun...A-KEE 47 kabitati to mathae gNethe fellum..aha
উত্তরমুছুনআহ্লাদের সীমা নাই মোর
উত্তরমুছুনVokatta kore dile
উত্তরমুছুনএটা যে জয়শীলা গুহবাগচী, সেটা জানি কারন ঠিক এরকম একটা মেল পেয়েছি :) ধন্যবাদ
মুছুন