দেদার হুইস্কি আর চিকেনের লেগ পিস গড়াগড়ি যাবে
হ্যাঙ্গোভার কাটাবার মেরিকান প্রাতরাশ, অ্যাস্পিরিন ও জন্নাত ক্যাফে
সকলেই ব্ল্যাকআউট ধর্মীয় স্বভাবে
"কশাবো স্ক্রোটামে লাথ" প্রেক্ষাপটে সাধিকারা ব্যালাডের প্রতীক্ষায় রত
অগ্নিপিন্ডে নাচছে ধ্বনি, শব্দ-রঙ ছিটকে বেরোবেই
জুয়ার নেশায় কবিতারা, আত্মরতিতে সম্মত
লোভেরাও জুটে যায় শ্মশানবান্ধব হয়ে পাকপ্রণালীতে
একাদশী অপরাহ্ণে সনেটের স্কচে ডোবা সিরোসিস হনন
কবিতারা কবিদের পড়বেন - হৃদয়ের বেলা ও বালিতে
ঘরগুলো সাফাই হোক, ট্রেনে, উড়োজাহাজে ; আসুন দ্রুতবেগে কবিতা-সুজন
আত্মীয় কোথায়? একটা কবিতার জন্ম দিতে গেলে যে
ওভাবে কিস্যু হয়না, বাবু ; বেকার সহবাস, হোটেল হংসরাজ,
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন