ডাইভোর্স
চশমার একটা কাঁচ খুলে যাচ্ছে।
শীতলতা, কথার দেউলিয়া ক্রমশ উঠোন।
খোলসের সামর্থ্যে সাপের বড় আঁটেনা,
যথেষ্ট দুপক্ষের অভাবে
কাঁচের
চশমা খুলে যাচ্ছে।
সাফল্যের ঢালু
সিঁড়ির নিঝুম
শোওয়ার ঘরের জানলা ছুঁয়ে।
এতটা নিটোল কখনও লাগেনি,
এতটা প্রাচীর আমাকে ডিঙিয়ে যায়নি।
সুখের নিমেষ ভাঙছে, অনিমেষও।
নিটোল গড়াতে গড়াতে এবড়ো খেবড়ো
এবড়ো খেবড়ো গড়ালে নিটোল।
গঙ্গা ও দুপুর
আলোগুলো আর একবার আলো হোক
রুটির আস্তিন বরাবর।
সকালের গালে চড় মেরে
গঙ্গারাম কয়েকটা দুপুর কিনেছিল।
কারখানা গেটের সামনে দুপুরগুলো ভাঙছে
রুটি লন্ঠন কখনও তুলসিতলা হয়ে যাচ্ছে।
পায়ের নীচ থেকে পাপড়ি খুলে যাক।
যাক নিজের বদলে একটা আয়না
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন