মেটামরফোসিস
ট্রিগার
একবার গোলাপ মুছছেন
একবার চশমা
ট্রিগার চোখের কোণের জল
মুছতে মুছতে মেরুন করে
তুলছেন
হাত বোলাচ্ছেন বদলে যাওয়া
খোলসে
হাসিহাসি মুখ নিয়ে ট্রিগার
গোলাপ চশমা এবং চোখ
একটি ত্রিভূজ
ট্রিগারের ভিতর প্রবেশ করল
এগোচ্ছে একটি রূপ
রূপান্তরের পথে
লক্ষ্যভেদ
কোড এবং আনকোডের ভিতর
একটি মাছের ছায়া
গাছ খেলছে
আলো ঠেলছে
দুটুকরো হয়ে একটি প্রবেশ করছে
কোটরে
দ্বিতীয় টুকরো আঁশটে ছড়াচ্ছে
দ্বিতীয় পংতিতে সামান্য নীরবতার পর
একটি কালো সোয়েটার জীর্ণ মাছের পাশে
পড়ে থাকতে দেখা গেল
ঠুংরি
আখতারি আঁখিতে নিভৃত হিয়া
বেগমের ভারিমন উড়ে যায়
পলাশী প্রান্তর
আড়ি আড়ি খেলা দুপুরের জুঁই
আমার কাতর কুরে খায়
আখতারি আতর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Valo laglo.
উত্তরমুছুন