মরমিয়া
শেলফের পিছনে যাবতীয় আলো।
বেলুনের উল্টোদিকে জীবন আর
স্তব্ধতা। কোন সকাল সাতটা দিয়ে
এসব খুলবে চা-বাগানের ওয়াচটাওয়ারটি?
শেষবারের জন্য এই নীল ছুরি।
কাত হলো, টুকরো হলো
একটু চোখের ভ্রু হলো।
শাফল করা তাস, চারটে টেক্কা উড়লে,--
জুড়ে যায় দু-টো পৃথিবী।
সেফটিপিন বারবার বালিকা ইস্কুলের সাথে
গেঁথে দিতে চায় শূন্যগুলি।
পুকুরের বেঞ্চে বসে মনস্তত্ববিদ।
কথা বলছে ঈশ্বরের সাথে।
ব্রজ..... ব্রজ বলে ডেকে উঠলো উমা।
সন্ধেবেলা ডেকে উঠলো নিঝুম শূন্য গ্লাসগুলি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন