এক অসম্ভব ও জড়িবুটিওলা স্বপ্ন
১
দৃশ্যাবলী নামছে
রঙ চড়ছে তার উপর
রঙ আদরে গলছে
তীব্র হচ্ছে আরও
আঙুলের ডগা নড়ছে
আলতো চাপ আর নখের সামান্য খোঁচা
টিপ বা বিন্দির মত স্পর্শ কিলবিল
ছায়া জমছে দ্রুত ভ্রূর নিচে ফোলা মাংসে
দগদগে নয় কেমন হু হু করা
একটা মনখারাপ বেঁকিয়ে দিচ্ছে ঠোঁট
ঠোঁটের উপরেও ছায়া রঙ খাচ্ছে খয়েরি কালচে
আঙুলের ডগা নড়ছে
গাঢ় চাপ কমলা হচ্ছে
কপাল থেকে গুঁড়ি গুঁড়ি এগোচ্ছে শিকড়
গালের আদল চেটে ঘুরে গিয়ে মূর্ছা যাচ্ছে
দালান চাতাল সিঁড়ি কোমরের পাশ দিয়ে
ছুটে যাচ্ছে নিচু হচ্ছে জল
দু'টো হাত পাগল হচ্ছে
কয়েকটা আঙুল করছে যৌথ আর্তনাদ
কোটর খুলে বেরিয়ে আসছে পুরুষ
পাঁজরের হাড়ে যার পিঁপড়ের মাটি
উত্থিত লিঙ্গ থেকে ছ'-ছ'টা জোনাকি
উড়ে আসছে স্যাঁতস্যাঁতে গোলোকের দিকে
খোলস খুলে বেরিয়ে আসছে চাঁদের বাদাম।
২
নির্জনতা জেনেছি তোমাকে
খোঁদল চোখ ঝুলে পড়া
চামড়ার নির্জনতা মা'র
হাত বোলাচ্ছে আমাকে
তুলে সরিয়ে রাখছে নুন
সিদ্ধ গমের ম্যাটম্যাটে সোনালি
গোলাভরা ধান কোলভরা শিশু ছেড়ে
সে গ্রাম অন্য ফ্রক চাপাচ্ছে গায়ে
সাদাটে গুঁড়ির গায়ে কামড়ের দাগ
দাঁত সব হলদেটে পাতা
পাশে এক নদী আছে মজে হেজে
তার মুখের দেউটি জুড়ে ঘুম
নিজেকে ছড়াচ্ছি আরও
আয় আয় তু তু ধান খেয়ে যা পায়রাসকল
নিজেকে ছড়াচ্ছি আরও
একটু নীলরং খেয়ে যাও ঘুমসকল
এ ক্যানভাসে যে মেয়ে যোনি
খুলে রেখে স্নান করে অভ্যাসে
ঠোঁট খুলে চুমু খায়
ছিঁড়ে ফেলে কালশিটে দাগ
তার সিল্যুট অবয়বে পুরুষের বৃতি
দলমণ্ডল কেসরের মিহিগুঁড়ো
গড়াগড়ি খায়।
ওহে নির্জনতা, ওহে ঘাম আমি তোমাকে
উচ্চারণ করছি আর শরীরের কাচ
জড়িবুটি চমকে উঠছে ম্যাজিক ম্যাজিক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন