Pages - Menu

কল্যাণ চট্টোপাধ্যায়





কামসূত্র

তোমার শরীরের সবচেয়ে নরম,
তুলতুলে জায়গায় আমি জিভ রাখছি
তোমার শরীরের অন্তর অঞ্চলে আমি জিভ রাখছি
আর রাতের সব অন্ধকার দিনের মতো
সাদা হয়ে উঠছে---
তোমার সাদা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে
কাঞ্চনজঙ্ঘা থেকে ফিরে আসা সকালের রোদ
আমার শরীর  মন জুড়িয়ে আসছে
অনন্ত বছর ধরে জ্বলে আসা আমার
শরীর  মন জুড়িয়ে আসছে
আর আমাদের যৌথ শরীর থেকে বেরিয়ে আসছে

বসন্তের রেণু




























কামসূত্র

রতিকালীন রাত্রি আমি
জড়িয়ে ধরেছি বুকের ভেতর
তোমার  বুক দুটো আমার
বুকের মধ্যে ঢুকিয়ে দাও
আমার আর কোনোকিছু সহ্য হচ্ছে নাপ্লিজ
আমাকে আরো গভীরে নিয়ে যাও
যেখানে তোমার তরঙ্গের পর্দা ফেটে
স্রোতরস গড়িয়ে পড়ে সারা বিছানায়
























কামসূত্র

মনেতে হজম করার মতো কিছু খাবার
তোমার শরীর থেকে আমি জিভ দিয়ে চেটে তুলছি
মনেতে হজম করার মতো কিছু স্বাদ---
শরীরে শরীর দিয়েছি উপুর করে
উথালপাথাল উথালপাথাল প্রদীপ দানি
সলতে তখন তেল রসেতে হাবুডুবু
আগুন খুবই কাছে আছে
কয়েক সেমি দূরে
জ্বালতে যাচ্ছি আমরা দুজন
আর একটু পথ ঘুরে






















কামসূত্র

কামনা  বাসনার ভারে দুজনের শরীর ক্রমে
স্ফিত হতে থাকে
শরীরের ভাঁজ গুপ্ত অঞ্চল
কখনও শরীর কখনও জিভ
ঠেকে ঠেকে যায়
মুঠোর মধ্যে পাহাড় পর্ব্ত খাদ
কেউ আমরা কাউকে বাঁচাবো না আজ
এই তো দুটো শরীরে আগুন জ্বালিয়ে
কূয়োয় দেব ঝাঁপ





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন