মিথ্যে মিথ্যে কেশর
তুহিন দাস, কৃষ্ণপক্ষের জাতিস্মর
একা মঠের মাথার ওপর তারাখসা রাত
কথাবাজ পালক অবিরাম বয়
পুরাণ গন্ধে বয় ভাবনার সুতল আর্তি
টেগোরলজের রিটায়ার্ড খিলানে মেকি কেশর
যদিও রেলিঙে জাদুঘর দাঁড়াতে পারে না
কবিতা দাঁড়ায়
কড়িকাঠ গুনেগুনে প্যাঁচানো সিঁড়ি নেমে যায় রাস্তায়
চাকা, মাইলফলক এইসব
আর এভাবেই একদিন সুখী হতে শিখি
বোধিপ্রাপ্ত হলে আঙুল মানে
তার মাধুর্য কী অতিশয় তীর ছিল
আমাদের কান পাতা ছিল আঁধারের অদৃশ্য চোঙে
তারপর শুনে শুনে বিলীয়মান চাকাধ্বনি
আমরা স্বপ্নেই পাই শুধু
মেঘজন্মে পেরে উঠি সাঁতার বানান
দূরপাল্লার চাকাগুলো ফিরে আয় সম্ভব দূরত্বে
দেখিস কেমন শব্দ হয়ে যাস্ নিশুতি আনন্দে
হাসলেই তোর পরিধির পরিমিতি ধুলোর উচ্ছ্বাসে
প্রমাণ হই কবি কিঙবা দুষ্পাঠ্য মাইলফলক