যোগাযোগঃ ৮৭৬৮৬৪৪৫৭৯
১ম কিস্তিঃ
হাত কই তোমার ?
১। তুমি কিভাবে কবিতায় এলে ?
২। কবে থেকে লিখছো ?
৩। কিছু আছে কি লাইনে ? – মানে আমি জিজ্ঞেস করছিলাম, এখান থেকে সম্ভাবনা আছে কোনো ? ...
৪। কি করে বোঝেন এটা কবিতা ?
৫। কি বোঝাতে চান লিখে ?
অংশঃ২
১। অরূপদা, কবিতাভাবনা বিষয়ে একটা লেখা দিতে পারবে ? ! ?
২। ওয়েব পেজ তো, ফলে পড়ার জৈবিক সক্ষমতা আন্দাজ করতে পারছো ... ! ...
৩। দিন পনেরোর মধ্যে কবিতা বিষয়ক যে কোনো ভাবনা নিয়ে ... তোমার কবিতা বা কারো কবিতা বা কবিতা লেখা সংক্রান্ত ইত্যাদি ...
কবিতা কি কবিতা কেন একসময় বিস্তর ভাবিয়েছে – আজ আর সেভাবে ভাবি না। এখন শব্দরা ভাবায় যা লিখছি কোথাও যেন রকমফেরে ভিন্নে পর্যবসিত হয়েছে। আর এতে আমার কৃতিত্ব নেই। যদি দেখা যায় – এই আমার দুর্বলতা। নিশ্চয় আমি মধ্যস্থ কোনো অস্থিরতা তাকে ছুঁতে দিচ্ছে না। নাগাল পেয়েও যাকে ধরতে পারলাম না – কাঁপে তার শূণ্য মনস্থ যন্ত্র ভিতরে আমার। - ঐ জলস্তর কমে যাওয়া কুয়োর মতো চুপিচুপি ডাকে, হাত বাড়াও।
আমার জলজ ঘুম মাথায় ঢেউ জুড়িয়ে হেসে ওঠে।
আমি ক্ষুদ্রতর জীব। ভাবনা কী লিখবো ! যা লিখবো তারই লিখবো। এ ভিন্ন প্রেমের কি হতে পারে ওগো পশু !
কবিতা কি বা আমি আদৌ কোনো কবিতা লিখেছি কিনা বলতে পারবো না। হয়তো কোনো উদ্দেশ্য/ ধারণা একসময় গ্রাস করে থাকবে। লেখাগ্রস্থ ছিলো বা জীবন। ...
এখন একটা একটা করে ভেতরে জমে থাকা হবু কথা হয়ে ওঠা শব্দদের আলতো তুলে এক এক শব্দ এগিয়ে যাওয়ার চেষ্টা করি ঐ নিঃশব্দ ভরাট নগরের রোড ধরে। পাশের গাছে যার কাঠবেড়ালী কেটে ফেলছে সজনের ফুল। - দ্রুত চলে যাওয়া অ্যাম্বুলেন্সের ধুলোয় আমি উলটো দিকে দাঁড়িয়েছি।
অরূপ লেখাটা হলো ?
কি লেখা ভাই?
-
-
এই হাইওয়ে কামিন হাসি ধরে চলে যায়
সামান্য হাঁটাপথ পেরিয়ে শুঁড়ির টেবিল আসে
ঠেক পেতে ওখানে চিমনির আলোয় গড়ায় ভাঁড়
মজবুত নেশায় গীত বেসামাল হয়
ধরে ধরে পৌঁছাতে চায়
হাইরোড উহাদের ঘরে
এখনও দুটি স্টপেজ পর আমাদের বাড়ি
এখন একমুখ নেশায় বৌ এর মুখ হাওয়া দেয় ...
নির্জন ঘুম পাড়ায় আমাকে বাড়ির অদূরেই
বৃক্ষময় অন্ধকারে শব্দরা শান্ত ও
প্রান্তর হয়ে ওঠে ...