নিতান্ত
হেরিকেনের কঙ্কাল
ভাঙা বালতি, ফাঁকা শিশি
বোতল, চশমার খাপ
মরচে-পড়া টিঙের কৌটা,
স্যুটকেসের ঢাকনা
প্যারামবুলেটরের ভগ্নাবশেষ
টর্চের বাতিল ব্যাটারি থেকে
শুরু করে
প্রেশার কুকারের হ্যান্ডেল
কী নেই সেই বস্তায়
এভাবেই জন্মান্তর বেঁচে দেয়
লোকে
ঘরদোর সাফ হয়ে
দুটো পয়সাও আসে...
তাই বলে বাড়ির নাম
‘মায়া’ রাখে কেউ?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ভীষণ সুন্দর
উত্তরমুছুনতাই বলে বাড়ির নাম
উত্তরমুছুন‘মায়া’ রাখে কেউ?
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন*
উত্তরমুছুনসুন্দর লেখা। আরো সুন্দর হতে পারত। পারেনি তার কারণ ১/একটা দারুণ লাইনে একটা বিচ্ছিরি বানান ভুল , বেচা মানে যদি to sell হয় তবে বানানটা বেচে হবে ,বেঁচে নয়।
আর সুন্দর আবহের সৃষ্টি করেও শেষে ওই সুখেন দাশ মার্কা লাইনটাও হজম হলোনা।