শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের নেতাজীর ভাস্কর্যটি মনে আছে ? দেখে মনে হয় ঘোড়াটি সব খেয়ে নিয়েছে। এই ভাস্কর্যের বরাত পাওয়ার কথা ছিল শিল্পী রামকিংকরের। তিনি ১৯৬০ সালে এই রেখাচিত্রটি করেছিলেন। ছবিটিতে ঘোড়ার গতি এবং উপবিষ্ট মানুষটির ভঙ্গীর মধ্যে এক সামঞ্জস্য বিরাজ করছে। উপরি পাওনা হিসাবে নেতাজীর যে ধরণের মর্যাদা পাওয়া উচিৎ তার প্রকাশ ঘটিয়েছেন শিল্পী নিচের বেদীটিতে। উচ্চাসনে থাকা মানুষটিকে যেভাবে শ্রদ্ধার সঙ্গে মাথা উঁচু করে দেখা উচিৎ তা সম্ভব হত যদি এই রেখাচিত্রটি ভাস্কর্যে পূর্ণরূপ পেত ... কি হারিয়েছি তা অনুমান করে নিয়ে অসুবিধা হয় না আমাদের।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন