সঞ্জয় সাহা র কবিতা
রেজারেকশন
রং না করা বিকেলের মত একা হয়ে যাচ্ছি
সাজানো ড্রইংরুম থেকে ভেসে আসছে কথকথা
নোনাধরা দেওয়াল হয়তোবা ছিল কখনও
এখন উৎসর্গীকৃত মানিপ্ল্যান্ট, বিদেশী ম্যাগাজিন
ক্যাবিনেটে ভর্তি করে রাখা পাণীয়
ঝুকে আছে
সোলো পারফরমেন্সের দিকে
অবশেষে দেওয়ালগুলি রং করাতে হয়েছিল
গর্দভের আত্মজন্ম
গর্দভের আত্মজন্ম থেকে লিখছি ভ্রমণকথা
থ্যাতলানো আকাশ
৬ই ডিসেম্বরের বিনম্র প্রতিশোধ
গর্দভের আত্মজন্মের ভিতর থেকে দেখছি
মায়া
রতিফুল, ভাতগন্ধ
গর্দভের আত্মজন্ম থেকে শুকছি
পরকিয়া
আয়ান ঘোষের বিলাপ
সব সম্পর্কে অন্নপ্রাশন থাকে না
কচি দাঁত আর গাল টিপে আদর করে না কেউ
তবু প্রতিটি সম্পর্কেই অনেকটা অপত্য মিশে থাকে
বিরতি পর্ব
বিরতি পর্বে মা
বিরতি পর্বে কারুর স্ত্রী
এমনিতে অত বেপরোয়া নয়
নয় ধান ভানতে শিবের গীত
উল্লম্ফন তবু যদি কিছু থাকে
পরাণ মিলন হবে, নিঃসন্দেহে
প্রকৃত বিরতি পর্ব আমরা কি চিনেছি আজো...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বেশ
উত্তরমুছুন