পম্পা রায় এর কবিতা
সাঁকো
মৃদু আলোয় সাঁকো পথ
অন্ধকার ভেদ করেই কাঁটাঝোপ
শৃঙ্খলিত তাই অবদমিত
ফিরে ফিরে আসছে প্রতিধ্বনি
ফিকে রঙ গভীর হয়
আর রঙ্গীন হতে থাকে
মুক্ত বিহঙ্গ
গান
হেঁটে যাচ্ছি পাশাপাশি
ভরদুপুরের খোলামাঠে চলাচল
বাদামখোসার ভেতর দিনযাপন
পড়ন্ত বিকেলে তুমি থেমে যাও
কথার ভেতর কথার বুনট
নিজস্ব স্বত্তা নিজস্বই থাকে
আজ কবিতা কাল লোকগান
আর আমরা হেঁটে যাচ্ছি অনন্তকাল
ডাইরির পাতা থেকে
নুড়ি পাথর বরাবর পড়ন্ত বিকেল
ধূ ধূ প্রান্তর ভেদ করে
এগিয়ে আসছে অতীত চিহ্ন
পুরোনো ডাইরির পাতা থেকে
নদীরেখা উঠে আসে
নুড়িপাথর গড়াতে থাকে শব্দহীন
চিহ্নেরা খেলা করে এপার ওপার
বিস্তৃত তটভূমির বাইরে শূন্য চাউনি
ডাইরির পাতায় ভেজা বাতাস
আর নুড়িপাথর গড়াতে থাকে সীমাহীন
ক্যানভাস
ঘুমের ঘোরে ফাঁকা ক্যানভাস
এগিয়ে আসছে উড়ন্ত পাখি
দোদুল্যমান ঘেরাটোপে ফাঁকা আকাশ
দূর তাঁবুর ভেতর তোমার আস্তানা
একপশলা মেঘ আর
এক পশলা বৃষ্টি
চুপি চুপি সীমানা ছাড়িয়ে
উড়ন্ত পাখির আনাগোনা
পাখি জলপান করে
আবার ফিরে আসে ক্যানভাসে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন