সুবীর সরকার এর কবিতা
শব্দ
পেরেক বা রক্তপাত নেই
মেঘের ডাক। বৃষ্টিশব্দ।
ইঁদুরের দাঁত খুব তাড়াতাড়ি
বাড়ে
মাকড়শার জাল ছিঁড়ে গেলে
সানগ্লাস কিনে আনি
করাতকল
পায়ের চাপে মরে যাওয়া পিঁপড়ে
তবে গার্গল করার ওষুধ দিন
ভারী বিষাদ নিয়ে ঘুরি
ফিরি
গল্প নয়,করাতকল।
শোক
আমাদের খোলামেলা জীবন
আধলাইন লিখেই অনলাইনে
সুতরাং বিকট হাসি
যদিও জাতীয় শোক
পেশা কেটে মাতাপিতার
নাম
শব
যদি বৃষ্টির জলে ভিজে যেতে হয়
নদী পেরোলে তোমার বাড়ি
নিতান্তই সাদামাটা
পাখির গলিত শব
বস্তুত লগি ও
বৈঠা
কনভয়
গাছের ডালে পাখি,হাড়পাঁজরা
এগিয়ে যাচ্ছে কাশির কনভয়
অন্তত বিশ্বাসযোগ্য হয়ে ওঠো
ওত পেতে থাকা পাগলবাড়ি
তালুতে ঢাকা মুখ।কাক চিলের
ঝগড়া
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আমাদের খোলামেলা জীবন
উত্তরমুছুনআধলাইন লিখেই অনলাইনে
সুতরাং বিকট হাসি
যদিও জাতীয় শোক
পেশা কেটে মাতাপিতার
নাম- ihai satya. Amar bhalolaga janalam Subir da.
ভালো লাগল।
উত্তরমুছুনশব ভালো লাগলো
উত্তরমুছুন