অনুভব সরকারের কবিতা
সেফ্টিপিন রহস্য
একদিন একটা সেফ্টিপিন নিয়ে সারারাত কথা
হবে
একদিন একটা সেফ্টিপিনের জীবন-বৃত্তান্ত
লেখা হবে
সেফ্টিপিনের ঘৃণা,সেফ্টিপিনের ক্রোধ ও
আতঙ্ক নিয়ে
একদিন সারারাত মুখোমুখি বসে থাকবো আমরা
আর দেখবো
একটা মসৃণ সেফ্টিপিনের ঠোঁট
কিভাবে ধরে রাখে তোমার সূচাগ্র যৌবন –
পরস্পর বিপরীত আগুন প্রার্থণায় ভরে উঠবে
ঘর
আর
একটু একটু করে খুলে যাবে সেফ্টিপিনের
রহস্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন