মেলোএলো - তিন
মেলোএলো - তিন
গোটা শূন্য ডানা পেয়ে
খুঁজুক উইঢিবি
বারান্দামুক্ত
মাঠে উক্ত উত্তর
মুচড়ে প্রশ্ন পাক
আর্থকোয়েক ঠুকে
গভীরে
চরকায় অসংখ্য
এলোমেলো সূক্ষ্ম সুতোর
খোল খোলা থেকে
আয়না
দেখায় দস্যুদের
ফিংগার প্রিন্ট
আরো একজন...ওনার
করোটি ম্যাপিংয়ে জানা গেল
জ্বর জন্মগত নয়
তিন বেসিক আইটেম
প্লাস
নাড়িভুঁড়ি প্লাস
প্লাস
আবদ্ধ জলে বসে ও
বাসে
কালো মোটা দীর্ঘ
সংক্রমণ।
চামড়ার ওপর
সেলাই দেখি
সুতোয় বাঁধা য,ন,ত্র,ণা
সূচের ডোগায়
রক্তাণু চেয়ে থাকে বলে
দেখতে ভুলে যাই
গোড়ায়
খাটের নিচে
হাজারো ইঁদুরের ছোটাছুটির পা জুড়ে বিষ
বিশ য,ন,ত্র,ণা ওর-ও !
ঠিক এখানেই
এলোমেলো নিবে
‘কেন’-র ফেলপর্ব গেঁড়ে
আছে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন