খোলা হাওয়ায়
খোলা হাওয়ায়
মনপবনের সুতো যায়
কতদূর তোমার নাও
মাঝি দেখছে ঘুড়ির ত্রিশূল ও
বিসর্জন
চাঁদের কাঠি সূর্যের কাঠি
ঢাক বাজলো
সুতো তোমার দূর জানে না
কাশ পেরিয়ে শরৎ পেরিয়ে
বাজনা চলেছে
জানে না
হাতময় ছড় ছড়ি
পুঁথি প্যানটোগ্রাফ
একটা সা লাগানো ঠিক করে
চকিত নিধাপা থেকে ফের সা
ফের অভিশ্রুতি
শ্রুতিলবাড়ি থেকে বালি বরফ
থেকে
অক্ষদাগে জরুলে
পবন তোমার মন জানে না
লাটাই ছেড়ে পায়রা ভেসে
যাচ্ছে
কপোতাক্ষ
তোমার কতদূর নদী
নাও
ভ্যালিয়াম
এত শব্দ
একটা একটা গুনে গেঁথে শিলা
তুমি চেয়ার ঘুরিয়ে বসছ
ব্যালকনি পেয়ে তুমি পাহাড়ও
শব্দ ঘুরিয়ে
তুমি
হাতের চারা হাতের ফুল
তরঙ্গের মাইক্রো আসে
সাঙ্গু ভ্যালি, আসে
স্পট করার জন্য
সুমারির জন্য
শরতের দিকে ঘুরে যাওয়া বাড়ি
পারো ছুটে আসছে
ক্যামেরা পড়ে আছে
রক্তে মদে পুনাখায়
ঘুরে বসছে ফোকাস
একটা একটা শব্দ গেঁথে গেঁথে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটা একটা শব্দ গেঁথে গেঁথে
উত্তরমুছুন