প্রভাত চৌধুরী
হুদহুদ নামক পাখিটি
প্রভাত চৌধুরী
প্রভাত চৌধুরী
হুদহুদ নামক
পাখিটি যখন 45 কিমি দূরে ছিল
তখন আমার
ছাদবাগানের সদ্যফোটা লাল জবাটি কিছুই জানত না
অথচ এন ডি টিভির
রিপোর্টার-যুবতীটি কিন্তু ভাইজাগ থেকে
আমাকে পৌঁছে
দিচ্ছিল তার দক্ষতা এবং কনফিডেন্স
হুদহুদ নামক
পাখিটি যখন 20 কিমি দূরে
তখন
রিপোর্টার-যুবতীটির দাঁড়িয়ে থাকাটা সহজ ছিল না
আমার রান্নাঘর
তখন চিংড়িপকৌড়া বানাতে ব্যস্ত
আর বৃষ্টিতে ভিজে
যাচ্ছিল তার বৃষ্টিপোশাক
আমি দেখছিলাম
সমুদ্র তার বৈভব দেখাতে কতটা উদগ্রীব
12 : 35-এ প্রথম
বৃষ্টিপোশাকহীন রিপোর্টার-যুবতীটিকে
দেখলাম, জানাল : বৃষ্টি থেমে গেছে,
হুদহুদ নামক
পাখিটি উড়ে গেল কিছুক্ষণ আগে
সমুদ্র কি সংগ্রহ
করে ফেলেছে
হুদহুদ নামক সেই
পাখিটির একটি পালক
পাখিদের code of
coduct-এ মুদ্রিত আছে
পালক দান করতে না
শিখলে নতুন পালক পাওয়া যায় না
ক্ষয়ক্ষতির
সংবাদের জন্য এন ডি টিভি চ্যানেলে চোখ রাখুন
(১২/১০/২০১৪ দুপুর ১২টা ৫২)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন