স্বস্তি
ক্ষিধের মুখে দু’মুঠো বৃষ্টি থাক
সকাল সন্ধ্যায় অনিমিখ তুলে ধরা
যতটুকু নদী পেতে রাখা
কুশলের বসবাস
সামান্য শান্ত ঘুরে গেলে
একবুক হয় না কখনো
বরফ আর অসত্য নদীর
স্না হয়
সীমিত অচেনার মাসে
মায়ের প্রথম
স্বাহা
অন্য থেকে
উড়ে সকাল
জিষ্ণুর স্কুলব্যাগে
সকালেরও সাইকেল
আছে
কেউ টের
পায় না বলে
একা একা
ঘুরে আসা
জিষ্ণু গ্যালাক্সি হয়
রুগ্ন পা
টেনে টেনে যে
রকেট
তাকে দমাবো
কি করে
নেমে আসা
ছাই বৃষ্টি আর
আগুনেরও আছে
শুধু আকাশই
নী
গন্ধ পোড়ায়
যুদ্ধক্ষেতে মূলো
ফলেছে
রুটি খেতে
খেতে আদর
এ’কে ও’কে
অন্যকে
ছম্ ছমেতে চাঁদ খুলে
যায়
চাকা এক
একফালি তে-রঙা কেবল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন