প্রসিত দাস
স্মৃতি-১
তখন রাস্তা ঢের বেশি
বালকোচিত ছিল
আশ্চর্য চিবুকের অধিকারিনী
মহিলাদের
দেখা যেত প্রস্ফুটিত
রেস্তোঁরায়,
আমাদের পিতৃব্যকুল স্বযত্নে
রক্ষিত মানচিত্র
খুলে বসতেন সমাগত
সন্ধ্যাকালে
তরুণেরা নিজেরাই ভূমিকাভিনয়
দেখে স্বাধীনতা পেতো,
কবিরা উপভোগ্যতা পেতো
প্রহেলিকা থেকে।
তখন শহর ছিল ঢের বেশি
সান্ত্বনাময়
স্মৃতি-২
শোকগাথাকে প্রাপ্যের অধিক
কিছু ভেবো না
বিলাপকে দিও না প্রশ্রয় আর
স্মৃতিকে হদিশ দিও না সেই
গহন প্রান্তরের
যেখানে যুদ্ধ হয় বিগ্রহহীন,
আর স্বান্তনা
বিদায়-অভিশাপ, অকথিত
প্রত্যাবর্তন
ভাণ্ডে ধারণ কোরো না আর,
শুধু
বহিষ্কার করো।বহিষ্কার করো।বহিষ্কার
করো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন