খোঁপার শহরে আমরা
এই পেয়ারী তারিখ
ব্যাগ ছিঁড়ে যায়
কোল থেকে
এলো চুল থেকে
ক্রমশ ক্রমশ
পেলবতা জানে
কীভাবে স্বর হয় -
আহা হয়,
ভঙ্গিমায় তুমি ফোটো।
শুধু আগের মেট্রো
এই শহরে সরে
চেকচেক শার্টে সরে
আউট স্টেশনহীন
এক ওভার ল্যাপ
নিভৃতে খুচরো পাপ
ধরে গেছে...
নিছক চাঁদনী
দঙ্গলের কাছে -
মাথা নোওয়াও রোদ।
কীরকম বেহায়ার বাড়া
চাঁদ ঝুলিয়েছ গলায়।
ইরম কে দেখলেই
এরকম আরো চনমনে কত কী
চকাস চকাস
এও এক রকম
মিউজিকের বেড়ে যাওয়া।
আসলে পুরোনো এল পি রেকর্ড মনে পড়ে...
শুধু তারিফটি নতুন
সময়ে, কেয়াবাত ঝরে পড়ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন