গুচ্ছ কবিতা
একটি নির্ভেজাল
লেখা
আপনি বল্লেন এভাবে হবে না।
কিন্তু ধরুন আমরা লিফট ব্যবহার করি
অথচ তার বিজ্ঞান জানি না।
অবশ্য এতে আমাদের কোনো অসুবিধে হয়নি।
কিন্তু আপনাকে জানাতে গেলে যে
লেবেল দরকার।
কিন্তু লেবেল গায়ে লেগে গেলে তো আমি কাজ করতে পারিনা।
সুমনের গান থেকে
উঠে আসা লেখা
রাতকে শুয়ে থাকতে দেখলাম শহরে।
তারা বুঝি রাতের কারবারি !
গাড়ি থেকে ভীত ও সজীব চোখ দেখেও
তুলে নিচ্ছে না।
কারণ আমাদের মেসবাড়ির জানলা বন্
এছাড়া যতই বড় বড় কথা বলি
সংসার,পরিবারে ফিরে আসা ছাড়া
আমাদের কিছুই করার নেই।
তুলনামূলক...
দেশলাই থেকে বেরিয়ে আসার পর
আমি পাখির ডাক শুনেছি।
আমি শুনেছি,ভাগ্য বার বার ফিরে আসে
কারণ শান্তির পিছু পিছু যুদ্ধের বেড়াল
যদিও তুমি তার জেন্ডার খুঁজেছো
সেখানে খবর গুটিয়ে নিয়েছে উপত্যকা
কে ভালোর তুলোনায়...কে প্রয়োজনীয়,সেটাই তোমার দরকার।
যাদবপুর
আমরা আবার আগুনের অন্য নাম।
আমরা সিস্টেমের বিকল্প।
আমরা যান আর জানের পার্থক্য বুঝি বলে
ভিড়কে ভয় পাই না।
তাই টালির নালা দিয়ে চলে যাওয়া সমালোচনার দিকে মুখ ফিরিয়ে নিয়ে
আমরা এখন বিচারের দিকে
যেখানে আমরা মানুষের পাশে আর একজন মানুষ হয়ে দাঁড়াতে পারি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Bhalo likhechho...
উত্তরমুছুন