একটু একটু করে বোবা হয়ে যাচ্ছো তুমি
একটু একটু
করে বোবা হয়ে যাচ্ছো তুমি
ভুলে
যাচ্ছো মসজীদের শহরকে
একটু একটু
করে বোবা হয়ে যাচ্ছো তুমি
ভুলে
যাচ্ছো
রোদ-বৃষ্টি-শরতের
পদ্ম
একটু একটু
করে বোবা হয়ে যাচ্ছো তুমি
ভুলে
যাচ্ছো ভাষা, মানচিত্র
, পুরাণ
করবীর
একগুচ্ছ নীরবতা...
রেস্তোঁরা
চেয়ারটা
ফাঁকা।
ডানে, বামে কেউ নেই।
এখানের
দেয়ালে অনেক রঙের ছোপ।
অরেঞ্জ স্ল্যাস, ম্যাঙ্গো জুস-
তুমি কিছুই
খাচ্ছোনা।
একটা সান্তুর শুধু বেজে চলেছে।
একটা কাঁটা
চামচ অপেক্ষায়
রাজহাঁসে
গাঁথবে বলে...
জল পুড়ছে কাচ পুড়ছে
জল পুড়ছে
কাচ পুড়ছে
কাচের রোদণ
একগুচ্ছ
কান্না অ্যালুমিনিয়ামের ভাঁজে,
খেলোয়াড়
ঘোড়ায় জিন চাপালেন
বাঁশিতে
ফুঁ বাজতেই
ছুটে গেল
এক দল বুনো মহিষ
জল পুড়ছে
কাচ পুড়ছে
কাচের রোদণ
ঘর পুড়ছে
দোর পুড়ছে
জলের
আর্তনাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন