সামান্য
আমার সামান্য কিছুই নেই
যা আছে তা থাকবে অনন্তগামী
তোমার খোলা হাওয়ার বিছানায়
সমস্ত ঝড় গুটিয়ে নি আমি।
ঝড় খুব লন্ড ভন্ড সমান
আমার খেলনা বাটি রান্নাঘর
আমি খেলছি আদ্যপ্রান্ত…
তুমি খেলছ না…
কেবল নকল করছ স্বর।
কি হবে বল স্বর নকল করে?
তুমি নিজের গলায় বরং গাও সুর…
আসবে দেখো …
ফাঁকা বারান্দায় অথবা রান্নাঘরে
যখন পৃথিবী বহু দূর।
তুমি আমি দুজনেই দূরে গেছি…
গড়িয়ে গড়িয়ে আবার কাছেও আসি আজ
যারা কর্ম করে পাতায় পাতায়
তারা শুনেছে লতার আওয়াজ?
তারা তো হাল্কা ফাল্কা পালক চেয়েছিল
উড়তে উড়তে পড়বে তোমার কাছে…
আজ মূলত বৃহৎ যত সরে সরে যায়
সামান্য এতটুকু হলেও কিছু আছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
valo hoe6e re :) - Prasenjit
উত্তরমুছুন