চিত্রনাট্য
স্তন্যহীন বুকে উষ্ণ মরুঝড়
ন্যাংটা থেকে হাফ-প্যান্ট
চার-পাঁচটা বাচ্চা
পুরসভার ভ্যাট
ঘাঁটছে
টাইম-কলের ট্যাপ খোলা
ঘাম থেকে পাঁক
সব কিছু ধোয়া
যায়
দশ তলা বাড়ির দরজা থেকে শুরু
কানাগলির মুখে গিয়ে শেষ
একশো ফুট বড় রাস্তার পর্দায়
দিবারাত্রির কাব্য
বছরভর মঞ্চস্থ
হয়
সাইলেন্সারের মুখ থেকে বেরোনো
ডিজেলের কালো ধোঁয়া মুছে
খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ গালে
সদ্য যুব নেতা
শূন্যে
মুষ্টি-হাত ছোঁড়ে
বাসস্টপে স্লো হয়ে যাওয়া
বাসের জানলা থেকে
রমণী মুচকি হাসে
এই রুমালটাই কি
গত বছরের
ভ্যালেন্টাইন্স গিফট
হাতে হ্যান্ডিক্যাম ধরে
শিক্ষানবিশ পরিচালক
সারা রাস্তা পায়চারি করে
একটি সফল চিত্রনাট্যের খোঁজে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Choto Choto chobi die sajano ... Kono chobi e sompuro noy ... Tobu resh lege thake ... Ar ektu vabte bole ... Vabte vabte chobigulo choloman hoy ... Cholte cholte er sathe o Ar or sathe e mile mishe jay ... Chitronatyo toiree hoy ... Besh laglo :)
উত্তরমুছুন