চিত্রকল্প
নিজেকে সৎ ভাবতে লজ্জা লাগে
ভালো লাগা, ভালোবাসা বা কাম
এ সব কিছু বোঝার আগেই
বাসে-ট্রেনে-রাস্তায়-ফুটপাতে
মেয়েদের দিকে চোখ চলে যায়
নিজেকে কী বোঝা্বো আমি
অসততার প্রকাশ নাকি
আবহমান চিত্রকল্পের টান
সেক্সোলজি
ভেবেছি গোপন চাওয়া আর করবো না
এবার সোজাসুজি প্রত্যক্ষ দাঁড়াবো
তোমার উদ্ধত বুকের কাছে
ইঙ্গিত নয়,
মেয়েরা তো সবকিছু খোলাখুলি চায়
যেভাবে সঙ্গম আসে উন্মুক্ত---
পরিধানহীন
জানি তুমি সেদিন
নিজেকে সামলাবে না
আধার
অচেনা বিপরীত শরীরে আজ এসেছে তুফান
আমি নীল আলো জ্বেলে দিয়ে ঢেউয়ে ঢেউ
সমাজ-সংসার ঢেকে রেখেছে রাত্রি
এইটুকু গোপনীয়তা নিয়ে মুক্ত করেছি নিজে
দ্বিধাহীন মাধবীও মুখর---
এসো ধরিত্রী হও, ধরিত্রী হও
শরীর ফাটিয়ে দিয়ে আমাকে ধারণ করো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন