অলিখিত
যদিও
এভাবে সঠিক নির্ণয় হয় না
আক্ষরিক
অর্থ... তাও তো বদলেছে কতবার
আমরা
বলেছি অযথাই অতিরিক্ত প্রবণতার কথা
স্নানের
অভিসন্ধি
ভরসায়
ছুঁয়েছি পরবর্তি সেতু, অথচ
পারাপারের
প্রতিশ্রুতি দিই নি কেউই
আলাপচারিতার
পাশে নিভে গেছে এগ্রিমেন্ট পেপার,
খেয়াল
করিনি
শর্ত...
পুনরায় শর্ত আরোপ কোরো না
এসো,
মিথ্যে বল
আবার
শিউরে উঠি... আবার মরে যাই নিদারুন !
প্রস্তুতিপর্ব
স্বচ্ছ
কাচের ভেতরে যেমন থেমে থাকে জন্মলগ্ন
আহত
শীর্ষগুলো থেকে নেমে আসে আলো, সময় হলে
যেভাবে
অনেকেই বেছে নেয় আত্মহননের প্রস্তুতি কিম্বা বহুমুখী বনপথ
নিবিড়
ছায়া ছেড়ে ক্রমশ কৌনিক রোদের দিকে;
রিখটার
স্কেলে বহুদিনের ফেলে আসা কম্পনমাত্রা, পেরিয়ে পেরিয়ে
সীমানা
ছাড়িয়েছ তুমিও তো কতবার!
পারস্পরিক
জানাজানি শেষ হলে পরবাস দীর্ঘ হয়ে আসে
কার্নিশে
মুখ রেখে পড়ে থাকে হলুদ পাতার ছদ্মবেশ
বন্ধুর
মতন মরমী পায়রার বুকের থেকে
একের
পর এক রাত ঢুকে যায়...একাকী ঘুমের ভেতর
বিলুপ্ত
নির্দশন যেভাবে নখের ক্ষতে আঁকে মানচিত্র
খণ্ডিত
ভূভাগ... আমাদের মধ্যবর্তি সীমানা... পারাপার বৃত্তান্ত
এও
যেন এক প্রস্তুতি... আরও নির্জনতার দিকে!
এসো,
দীর্ঘ ভূমিকা লিখি পরিব্রাজকের নির্দেশে
পরাজয়ের
সিঁড়িতে নামিয়ে রাখি সম্ভ্রম আরও এক ধাপ
আরও
এক ধাপ গভীর পদক্ষেপে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
'শর্ত... পুনরায় শর্ত আরোপ কোরো না / এসো, মিথ্যে বল / আবার শিউরে উঠি... আবার মরে যাই নিদারুন !' --- দারুন । অনেক শুভেচ্ছা রইলো ।
উত্তরমুছুন