শব্দপোকা
শুকনো দাঁত কামড়াতে পারছে না কিছুতেই
জল ঢেলে দিই আমি
স্তন এগিয়ে দি" পূর্ণিমা পর্যন্ত
কথা হয়।
আড্ডা। খিদে বিনিময়
দাঁতের জানলা বেয়ে
ফোঁটা থেকে স্রোত হয়ে দমকে দমক
শব্দপোকা
টাল খায়
হিমঘর
মুসুরডাল শুকনো হাতে
ওই প্রসঙ্গ আসে না আসছে
দুপুর পেরিয়ে দল ভাঙে...সাবধান
খিদেরেণু খিদে রেণু
কেউ খোঁজ নিচ্ছো না কেন
ফসলের পোশাক পরানোর দিনে
গা কাঁটা দেয়। মাঠ। পানকৌড়ি
হিমঘরের ছুটি নেই
লাশগুলো কেউ গ্রেফতারও করে না
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন