অভুতের দিকে
১। সংক্রান্তি অথচ ভূমি কই! তাহাতে এ কলরব বাজিবে? কেবল
হলুদ আর বৃন্তসব অপেক্ষায়। ইহা দৃশ্যত কেবল ভুল স্বপ্নের কথা বলে। অসুখের।
নির্জনতা কি এতদূর!
২। সম্পন্নের ছলে আর মন নাই।
অভূতের দিকে গান গায় তৃতীয় চক্ষু। আলোছায়া হয়। বিকল্প একা নৃত্য করে। একা।
স্নানঘরে। সামান্য সবুজে হলুদে। নুনমাখা জলে।
৩। সরণির গল্পে আসিয়া পড়িল দুটি
ব্লেডের কথা। দুটি। পরস্পরে ছায়ার দুঃখ বলিতেছিল। বিমূর্ত সে আলাপে পথ শূন্য এবং
শরতের মেঘ বিনিময়ে নীল। ওই ছবির কিছু অংশ এখন পরমার ঘর সন্ধান করিতেছে। আমি জানি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন