উপনগরী
সুচের
ফুটোর মধ্যে শ্বাস ফেলে
হুড়মুড়
করে ঢুকে পড়ছে মানুষ
ভেতরে
বাজার
বেশ্যা
চিটফান্ড মিছিল কণ্ডম ফোর-জি
প্রোমোটার
লিঙ্গ-বর্ধক লোকসভা
সুতো
ধরে বসে আছে সবাই
একসঙ্গে
শুধু
আলো আর হাততালির শব্দে
সেলাই
খুলে যাচ্ছে পাড়াগুলোর
হারমোনিয়াম
সা
থেকে সা পর্যন্ত যে স্বরলিপি
তাকে
ছাড়িয়ে
আজ
আবার ছুটির ভেতরে ঢুকে গেছি
সেখানে
তো রবিবার
আমাদের
মাংসাশী দিন
দোতলার
ঘর থেকে
রিড
চেপে ধরা আঙুল
ইশারা
পৌঁছে দিচ্ছে একতলায়
শুয়ে
শুয়ে দেখছি-
রান্নার
জোগাড় করতে করতে মা
এসব
সন্দেহ টুকে রাখছে কেমন
ভোরবেলার
আঁচে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
as usual...darun!
উত্তরমুছুন