তোমাদের জন্য সমবেদনা –
তোমাদের জন্য ইচ্ছেকুসুম আর শান্তির জল,
মধ্যমরঙের মেয়ে বুকে চেপে শান্ত শুয়ে থাকা।
তোমাদের জন্য বাসস্ট্যান্ডের একাকীত্ব আর
পাবলিক বাসের ভীড়ের ডাইকোটমিও রইল কিছুটা –
মেট্রোয় আত্মহত্যা হলে, যেমন একটা মনখারাপ
আর বিরক্তির দোলাচল চলে,
সেরকমই দু’মুখো স্রোত আর ডাঙার উচ্ছ্বাসহীনতাকে
পরম মমতায় তোমরা যারা ধরে রেখেছ,
তাদের মধ্যে আমিও হাঁটছি বহুদিন,
হাঁটছি, হাঁটছি... আর রাজার জন্য মনখারাপ করছে।
ওমলেট হয়ে যাওয়া ডিমের খোলার মতো
তোমার প্রেমের থেকে কুসুমের মাস চলে গেছে।
ভাঙা, ফাঁপা দেহ নিয়ে তুমি তার শ্মশানবন্ধু,
বসে আছ ফ্রিজারের দোরে – স্মৃতিদাহ সারা হয়নি বলে।
টিভিস্ক্রিনে ভেসে উঠছে উট আর বালির শহর,
টেলিপ্যাথি কাকে বলে এবার তুমি শিখতে চাইছ।
ভাবছ এ-ও কোনো পূর্বজন্মের কথা,
যা থাকলেও গুপ্তধন নেই –
অথচ জাতস্মর বলে যে এত মাইলেজ পেয়ে গেল,
তার কত ভগ্নস্তূপ দেখো –
একজন্ম পেরিয়ে এসেও সে কিছুই ভুলতে পারেনি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন