লীলা বলা যায়
খেলা বিন্দাস
খেলা সঙ্গীন
খেলা আপাতকালীন হর্ম্য
ভাঙা চুরমার
রাঙা রাতদিন
নিয়ে শেড বদলায় মর্ম
তোর খাসদাস
ওর বাইপাস
মাপে কম্পাঙ্কের মাত্রা
লেখে ভূল শ্লোক
সমতুল লোক
তার পালায় পড়েছে যাত্রা
রুচি দুর্বার
হতে ক্ষুরধার
লাগে শান দিয়ে নিস অউজার
সে না সন্ন্যাস
সে না বনবাস
নহে তীর্থসলিলে উদ্ধার
সারিপাট্টায়
সোজা ঠাট্টায়
ধরা না দেয় না দিক স্বস্তি
ঘোলা জলকে
রেখে ছলকে
উত্তর আধুনিক মস্তি
সমমনটির
বাজা ঘন্টির
ধ্বনি আবডাল খুঁজে চক্র
দেড়া কাপ্তেন
সিধা রুট চেন
বাপু সন্মোহিতকে পকড়ো
গানে গল্পে
ও প্রকল্পে
খাঁচা স্বর্ণের স্বাদু শস্য
কাঁসা ঝঙ্কার
নিরলঙ্কার
পাশে পাত পাড়ো হে বয়স্য
এহ বাহ্য
ফাঁকা রাজ্য
ঘুরে শাসন-শোষণ-তব্দির
শুখা রক্ত
মাখা তখতও
করে জাঁক আর মোছে
তকদির
মেধাশ্রান্তি
চায় ক্ষান্তি
তবু মস্তকে দংশায় কীট
অহো দিনকাল
দিয়ো নুনঝাল
আর মাঝে মাঝে চাপড়িয়ো পিঠ....
এমন দিনে কি হবে তারা !!
সুতো কাটলে বেলুন কোন ছাদে আটকায়?
আচ্ছা গাছের পাতায় অমন হালকা বাতাস তৈরি হয়ে যদি জমে?
যতো বড়ো গাছ‚ ততো বেশি পাতা‚ ততো উপরটান
একসময় শিকড় উপড়ে আকাশে
ভাবো‚ হাজার হাজার বনস্পতি আকাশে উড়ে যাচ্ছে
সর্বত্র মরিয়া কোলাহল
আর অন্তরীক্ষে নিউটনসাহেব মুচকি হাসছেন
পনেরোই ফেব্রুয়ারী
ছড়িয়ে থাকা পাপড়ি
কুড়িয়ে আমি ডাস্টবিনে ফেলি
পৃথিবীর স্বাস্থ্য ঠিক রাখতে
ফুলও তো পচে যায়‚ বলো?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বেশ আধুনিক
উত্তরমুছুন