হারমোনিকায় এন্তার
জানতাম না তার পরেও পরবানী ভেসে উঠবে একদিন
আজ মনলা মেঘ
চাং প্রেং মন্ত্রে দোলা শুভ্ শুভ্
পটে ঝর্নার নির্জন
বৃষ্টি আসবে কি ধীরে
করুণারুণার টুটাবেশে
গুনগুন ভয়ে মধুর তাকে শব্দনূরে পাবো
স্টিং চিহ্নের দাগগুলো তবু যায় না
প্রাণ শব্দটা
ভালবাসা ঝুমকে আছে
অমলতাস
আর চমকে যাওয়া ঈশ্বর
আমাদের শান্ত থাকতে দাও
যেমন ঈশ্বরের মানেই আমরা জানতাম না
তখন আমি ঘুরে দাঁড়াই
তখন আমার পা-ও ঘুরে দাঁড়ায়
পৃথিবীটাই ঘুরতে থাকে টের পাই না
দরজা ঢোকার আর বেরোবার দরজা বদল হতে থাকে
একটাই সুড়ঙ্গ আস্তে
পাখিকলোনি আমি একদম চাইনি এখানে
গাছে ফুলের গন্ধ
গন্ধের কোন নাম নেই
শহরের নামগুলো প্রিয়বন্ধুর নামে বদলে যায়
তখন মনে পড়ে আমার শহর সুলতা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন