ক্রুশ ও বাঘ
ক্রুশকাঠ দ্রুত ভিজে যাচ্ছে । জরায়ুর কাছে একটি বাঘ দাঁড়িয়ে আছে । বাঘ আমার কুড়িয়ে পাওয়া আত্নজা যে যীশুকে মা বলে ডেকেছিল । যীশুআমার সান্ধ্যকালীন রাগের নাম । যে রাগে আমি হারিয়েছিলাম মাতৃহন্তার পূর্বাপর স্মৃতি । একহাতে ক্রুশ ও অন্যহাতে বাঘ নিয়ে আমি জরায়ুর মুখোমুখি । বাঘ ক্রুশে চুমু খেলেই আমার জন্ম হবে ।
শিশু খাদ্য
সাদা কাগজে শিশু লিখে রাখলে কাগজটি তিনদিনের মাথায় গর্ভধারণ করে । কাগজের শিশু ঠিক শিমুল তুলার মত- নরম , মসৃণ এবং সুস্বাদু । তার চোখের রঙ জাজিমের মত শক্ত । আকার খানিকটা ওয়াইনে মিশে থাকা আঙুরের মত। উচ্চতাটা বালিশে এলিয়ে থাকা ঘুমের সমান । শিশুটির এখনো কোন নাম দিতে পারিনি । আপনারা কিছু নাম বলতে থাকুন ততক্ষণে শিশুটিকে খেয়ে দেখা যাক ।