কখনো পাখির সখনো
ভুলা ভাটকা প্রত্নঘোড়ার ফেউ ভুত
অ্যাম্ফিথিয়েটারের পরের পত্তরে আমাদের চেনা খন্ড্হর
আম্রাতাই
আমি না ডুবতে ভালবাসি
রাজি উঠে যেতে বেয়ে জল
পেন হাত মাথা বেয়ে অঙ্কধ্বনির মিলে যাওয়া
যো বোলে সো ঢং
আমরা তাই গাই তারানা
বলে যাই বোনাটা সোনাটা মাঠময় যে রাগ
মাঠাবুরু বোঙ্গা হয়ে যায় রেএএ-হাই
যতরকমের গাছ ততরকমের পাখি
চুপচাপ থাকে
পয়দলে ভোর
ভোরের প্রণব
পথের পাথর হয়ে থাকা পথ চলিয়াছে
আমরাও তাই
জলের তলটান আমার না
মাকড়সার তাঁত
নকশি হাওয়া
কাগজের শব্দগুলো তাকডুম করছে নোডে নোডে
দেখে শুনে আর তারানায় ফসতে ইচ্ছা করে না গো
আম্রাতাই