এক মুহূর্তের জন্য
কখনও জয়ের কথা ভাবিনি
লক্ষ লক্ষ বছর ধরে খুঁজে যাব
একটাই মুখ
মুখের মধ্যে চিনির মতো বরফ
নেমে যাচ্ছে বিদ্যুৎ
কখনও ভাবিনি ধসে যাব
বিধ্বস্ত সুবর্ণরেখার মতো
বুঝে গেছি ষোড়শীর বুকের গন্ধ,
ভালবাসতে ভুলে গেছে কেউ!
কখনো রাত এসে ডেকে বলবে না
সরে যাও সরে যাও
সেরে ওঠ সেরে ওঠো
ক্লান্ত ক্লান্ত করা হাতে
কেউ এসে বলবে না আর
এই তো এসে গেছি
যুবতি জানে তার রোম
ভুলে গেছে শব্দ সীমাহীন
এবারে জয়ের খেলা শুরু
এবারে তকমাটি প্রাচীন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সুন্দর , মনে ভরিয়ে দেওয়ার মত লেখা ,
উত্তরমুছুনশুধু প্রথাগত ভাবে যুবতী হলেই ভালো হতো।