চেঞ্জ
চেঞ্জ
আমাদের নাম হোক
দেওয়াল,
ছাদে ওঠা সিঁড়ি,
দালানের মোটা থাম।
চারপাশে ভিতর ঘরে
নগ্নতার ছবি।
ছবি দেখে ভাববে-
আগুনের পথই আগুন
নেভাতে পারে।
কলঙ্ক ধোয়া তুলসি
পাতা
মুচকি হেসে কথা
বলো,
ছল করো সারাদিন,
ঘরজুড়ে চিৎকার করো সারারাত।
ঘুমের স্রোতে
ঠোঁট চুষে
খাও সময়।
জানলা দিয়ে রোদ
দেখতে ভালবাসো।
তোমাকে চিনতে
পারেনি কেউ মনে করো?
ঘোড়ার ডিম-
আড়ালে-আবডালে চোখ
রাখে
প্রতিদিন
কলেক্টর, আকাশপানি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন