ভাইব্রেশন
১.
তোমার হাত থেকে নেমে আসা জল
,
তোমাকে ছুঁয়ে টুপটুপ নেমে
আসা জল ......
বল দীর্ঘ , সু-মেধা তোমার ,
জলের দাগ ঝরে পড়ছে তোমার
দৃঢ় পা-পাতার ওপর
নিজের হাত দিয়ে মুছিয়ে
দিচ্ছি তোমার পা-পাতা ।
বল সুদেহী কি আর চাই তোমার
?
২.
তোমার সামনে বসে আছি নতজানু
নতমস্তক,
আমার ভেজা চুল বেয়ে জল
গড়িয়ে নামছে -
আমার আনত গাল বেয়ে জল গড়িয়ে
নামছে –
হে মূর্তি , তোমার সামনে
......
তুমি কে ?
৩.
একটা বৃত্ত আঁকতে আঁকতে বৃত্ত টা বল হয়ে পিছলে বেরিয়ে গেল ।
টুপুস করে মেঝেতে পড়ল আর অল্প লাফালো – হালকা হলদে রঙ হল , তারপর গড়িয়ে গড়িয়ে
দরজার দিকে ; দরজার সামনে গিয়ে হাত পা বুক পিঠ মাথা সব গজিয়ে একটা শক্ত-পোক্ত বেশ
এরকম কাঠামো । আমি অবাক হওয়ার আগে , ভয় পাওয়ার আগে , থামিয়ে দেওয়ার আগে বৃত্ত টা
দরজা খুলে বেরিয়ে গেল , গায়ে একটাও জামা-কাপড় নেই এমন ।
৪.
টেবিল টার ওপর খাতা কলম রাখলাম, সরিয়ে নিলাম । খাতা কলম আর
নেই । টেবিল টা’র ওপর টি-পট আর অ্যাসট্রে রাখলাম , সরিয়ে নিলাম । টি-পট, অ্যাসট্রে
আর নেই । টেবিল টা’র ওপর সুরগুলো পর পর সাজিয়ে রাখছি ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
...লিপিকার পরিচিত নির্মান থেকে ভিন্ন , একটি অন্য ফ্রিকোয়েন্সি ... পরীক্ষা আছে ...শেষ স্তবককে নেমে বেশ চমকে গেলাম ! ...আশ্চর্য ম্যাজিক্যাল শেষ চারলাইন ...
উত্তরমুছুনলেখার (বলার) ভঙ্গি ভালো লাগলো ।।
উত্তরমুছুন