• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

অর্ঘ্যদীপ ঘোষ

দৃশ্যকল্প...


দৃশ্যকল্প। তুমি আমার দিকে তাকাও। আমি তোমার দিকে তাকাই। প্রেম আসুক...মশা, মাছি, minibus...লোডশেডিং এর ভ্যাপসায় দখিণা বাতাস...দীর্ঘ সময় পর কারেন্ট ফিরে আসুক...

তোমার সাথে যে এখন কথা বলছে সেই ছেলেটা কে? আমি জানি না। আমি জানতে চাই না। তবুও তোমাদের অলীক কথোপকথন আমার মাথার ভেতরে অজস্রবার echo হয়। নেপথ্যে কোনও নিছক প্রেমের গান বাজে...কান পেতে শোন...অনিদ্রার মাঝরাতে বেড়ালের কান্নার আওয়াজ আর ঘড়ির অবিরাম টিকটিক শব্দ শুনলে যেমন লাগে তার থেকেও বেশী অস্বস্তিকর...

তোমার চোখ ভিজে যাচ্ছে কেন? দ্যাখো পাশের বাড়ির ছাদে টব। অনেক ফুল ফুটুক। ঝরে যাক। মাড়িয়ে যাক পথচারী। তবুও তো আজ বসন্ত। চলো বন্ধু হই, বান্ধবী হও। ভ্যালেন্টাইন। থাপ্পড় মারো,তারপর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাও। কখনও রাগ করো, রেগে যাই। রাগ কমে এলে রান্না করো, খেতে দাও...চাইলে বিষ মেশাও......

আঁকড়ে থাকো আমায়, অথবা হঠাৎ ছেড়ে চলে যাও। তুমি খুন হও, আমিও খুন হই। আমাদের post-mortem হওয়া খুব দরকার। তবুও থানা পুলিশ আর রহস্যের কিনারা থেকে অনেক দূরেই থেকে যাক তোমাকে লেখা আমার সব অদৃশ্য চিঠিরা...তারা ভেসে যাক হাওয়ায়...তুমি মৃত পাখিদের মত হও, তোমাকে প্রতিবার দেখার পর যেন বিষাদে ভরে যায় আমার মন...

শুরুর দিন থেকেই ভালোবাসার অভিনয় করো যত খুশী,নির্বোধ আমি বিশ্বাস করি তোমাকে। ক্রমশ এত বেশী মিথ্যে বলো,যাতে সন্দেহ হয়। শেষে বিশ্রী একটা ঝগড়া হোক..শান্তি!

মনখারাপের রাতে আমরা দুজনেই নিজেদের মত করে ডানা খুঁজে পাই...তুমি উড়ে যাও,আমি উড়ে যাই। এই সব দৃশ্যের থেকে অনেক দূরে কোথাও......এ আকাশ, সে আকাশ ঘুরে আবার কখনও আমাদের দেখা হোক। তখন তোমার চেনা শোনা সব ছেলেরা ভ্যানিশ, আমারও চেনা জানা সব মেয়েরা হাওয়া!

ভেবে বলো সেই রাতে তোমাকে propose করলে হ্যাঁ বলবে কি না......

দৃশ্যকল্প। সব মিথ্যে,সব বানানো। ফালতু। কেউ যায় নি। সব শালা ঘিরে আছে আর ভিড় করেছে তোমার চারদিকে। তুমিও সেরকম। ঘেন্না আসে, ঘেন্না আসুক...মশা, মাছি, minibus...লোডশেডিং এর ভ্যাপসায় দখিণা বাতাস...দীর্ঘ সময় পর কারেন্ট ফিরে আসুক...

তুমি বরাবরের মত মুখ ঘুরিয়ে নাও অবহেলায়, আমি বোকার মত অন্য কোনও দিকে তাকাই।




My Blogger Tricks

২টি মন্তব্য:

  1. কিছু শব্দ ইংরেজি হরফে লেখা , কেসটা কি?

    উত্তরমুছুন
  2. কিছু ইংরেজি শব্দ ইংরেজি হরফে লিখেছি। সেটা না করলেই বাঞ্ছনীয় হতো। ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখবো।

    উত্তরমুছুন