• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

সুরজ দাশ




সূরজ দাশ এর কবিতা


ভাসানের গান

কিছুই কি করার নেই ? ভেবেছি আগুন থেকে তুলে
আনবো ভোরের হাসি ! হিংসার টবে ধাক্কা খেতে খেতে
তারপরও মুছে দেব স্নাতক পাখির ভাসা ! বল
এরপর আর তুই হিংসে করবি ? আমাকে কি আর
দুপুরের লাল শাকে ছড়িয়ে দিবি না ? সুপারির
গোপন খোসায় আমাকে ভাঙ্গ না তুই ! বেলা শেষে
গড়িয়ে দে সাত-পাঁচ দোতারা একতারার মাঠে
বসে বসে বাহান্ন তাসের তেপ্পান্ন ম্যাজিক হবো
বিদুরের অন্ন হয়ে তোর হাঁড়িতে খিচুড়ি হবো
তোর সান্ধ্যভাষা বুঝে বনচাঁড়ালের ছড়া গানে
রবিবার হবো ! চিতা থেকে তুলে আনবো পুরনো
মনসার গান ! ভাসানের দিন সঙ্গে থাকবি তো ?  


বুকভারী যোগ-বিয়োগ

যাতায়াতের পথে বহুবার ভেবেছি
উঠোনে দাঁড়াবো তোর

নদীর দুহাত তুলে
তোর জন্য রেখে আসবো
অগাধ গানবাজনা আর পানকৌড়ি নেশা

তারপর অনেক অনেক সহভাগী ধুকপুক
মাথার ওপর দিয়ে
উড়ে গেল বেসামাল শালিখ-সন্ধ্যায়

রোদের কিনার ধরে এগোতে এগোতে
ধৈর্যের ডালপালা সেও গুটিয়ে নিচ্ছে অতীত

বুকের বোতামে সেঁটে থাকা বুকভারী যোগ-বিয়োগ
এখনও নিপাতনে সিদ্ধ হতে
তান্ত্রিক হতে চায়
ভাঙা সাইনবোর্ডের নিচে ওই তো
ওই তীর চিহ্নটা তোর  দিকেই তাক করা এখনও

ছলাৎছল

নিষ্ফলতার রঙ যাই হোক না কেন
বুকের সাত হাত নিচে
ওলটপালট ওম আর
কাঠামো জুড়ে শুধু পালাবদলের গল্প

নদীর ভেতর থেকে টিপটিপ ঘাম-রোদ মেখে
এই তো পিছলে গেল চাঁদের উল্লাস

যে যাই বলুক , ভুলের সপ্তর্ষি জুড়ে
এই হাঁটা চলা
নেপথ্যে নাবিক
পথের খোঁজে কীর্তনিয়া , ছলাৎছল


বাথানে  বসে  অলৌকিক  চর্চা

আকাশে লটকে থাকা চাঁদ, কাঁটাতার, রাধাকৃষ্ণ
হেলেঞ্চায় মজে থাকা মন, ঢকঢক, বথুয়ার
গন্ধে দুপাড়ার জেগে থাকা দুপুর বেড়ানি দল
সব একাকার, মিসিং ডায়েরি বুকে সাবানার
আব্বা এর কাছে, ওর কাছে, কোনও কিনারা হলো না
বাজারে মেয়ের দাম কত, জানা নেই মোস্তাফার
রহিমের বউ আজও কিল-চড় গিলে সন্তানের
ঠোঁটে গুঁজে দেয় মহার্ঘ্য লালন, পতি দেবতার
নির্যাতন কোনও নতুন বিষয় নয়, পাড়ার
সকলে বাথানে বসে চর্চা করে দুঃখ শোক কষ্ট
ভাটিয়ালি , দেবতার অলৌকিক জলযান, গল্প



My Blogger Tricks

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন