• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

জপমালা ঘোষ রায়




পাঁচসকালের  পঞ্চম

                 [
১]
১* বিছানানাগাল আকাশপটে ভোরতারা ঘুম ভাঙায় রোজ....
২* টিকটিকিদের সৃপমৈথুন.... শ্লথ দেয়াল পার হতে গিয়ে বাবার এসরাজ টা নাড়া খেয়ে বেজে উঠলো....
৩* ঘরের কোণে দাঁড়িয়ে বিছানার সন্তানের দিকে তাকিয়ে ভাবতে চেষ্টা করলাম আমি নেই!!!!!!
৪* আজ ভোর পাঁচটায় ফুসফুসের স্পঞ্জ নিংড়ে মেঝেতে ছলকে  পড়লো খানিকটা  নীল কালি.....
৫* আজ আমার  বিধবা মায়ের বিবাহবার্ষিকী....
                  [ ২]
১* রাতবিছানার লিবিডো কে পোকেমন বানাতে চাইলেও ওরা নিমফোম্যানিয়াক হয়ে ওঠে....
২* মায়ের  কাছ থেকে কিছুতেই মুখ লুকিয়ে পালানো যায় না, মা সব টের পান, রিখটার স্কেলের আগে ভূমিকম্প টের পায় ঘাইহরিণেরা....
৩* ঘরের সূর্যকোণে রঙিন মাছেরা সন্তর্পণ বরাদ্দে থাকে। জীবনিক বুভুক্ষা  নেই,উড়ান নেই কোন......
৪* পূর্ণতাবাদী রবিঠাকুরএর আলোয়ান  ছুঁয়ে থাকে প্রবুদ্ধ আলোআঁধার......
৫* মানতে মানতে আমিও  মেনে নিয়েছি মৃত্যুর আগে পর্যন্ত  না মরে যাওয়া.....
            [   ৩]
১* যদি সব কথাই বোহেমিয়ান হয় দলীয় লড়াইএ আমি ফারাক্কাব্যারেজ হতে পারি.....
২* আমাকে কেউ বলে সন্ধ্যাতারা, কেউ কাননের ফুল,কেউ নারিকেলের আধখানা মালা,কেউ আধখানা আকাশ, কত কি!!
৩* ফোটোক্রমেটিক রোদ্দুরে শুয়ে আছে মৃতদেহ দিন.....
৪* তবু আমি সব শব্দ পারি।
৫* শব্দগন্ধার তৃণভোজী  কাব্যযাপন আমি পারি। পেরে দেখাই।
              [   ৪]
১* কিছু  মিথ্যে শীৎকার অথবা কিছু  সত্যিকার শব্দ লিখে  দেওয়া হচ্ছে উপুড় করা কলসির তলদেশে.....
২* নখ দিয়ে কলসির কানার মাটি খুঁটে ভেঙ্গে খেয়ে নেওয়া  হচ্ছে  অথবা হচ্ছে না, গুমোট গন্ধে ভরে যাচ্ছে  ঘর....
৩*বৃষ্টিধোয়া সোঁদামাটি র গন্ধ লোমশ পুরুষ ঘ্রাণের মত মনে হয়েছে  বয়ঃসন্ধিতে.. .. ভীষণরকম টেলিদূরত্বে সংস্থাপিত রং ও রেখাগুলো এখনো তরঙ্গায়িত হচ্ছে....
৪*উষ্ণ জলের তোলপাড় কখনো  শীতলতার দিকে যাচ্ছে... কখনো  যাচ্ছে না.....
স্তুপাকার  sms এর রক্তচাপে ক্রমাগত ঘেমে উঠছে একটা  সেলফোন...
              [   ৫]
১*আমার  মা এবং বডিশ্যাম্পু দুজনেই জানে কি ভাবে শাওয়ারকল ধুয়ে দেয় কয়েকটা  ক্লেদাক্ত দুপুরের এপিডার্মিস.....
২* জন্মের সময় আমি আর মা দুজনেই দুজনের আয়না  হয়ে নগ্ন ছিলাম....
৩* উৎক্ষিপ্ত বীর্যের মত গাঢ় ময়েশ্চারাইজার উঠে  আসছে পার্সোনাল কেয়ারপাম্প বেয়ে....
৪* রবিঠাকুরের গানের মত শান্তরসের বৃত্তাকার সকাল তুলো দিয়ে মুছে  দিচ্ছে মুখের T-zone....
৫* প্রতিটি  শব্দের ভিতর  আজ কিছু  সেফটিপিন  আটকানো থাক।

My Blogger Tricks

1 টি মন্তব্য: